সাক্ষাত্কার

হুদুড় দুর্গা (মহিষাসুর) ঈশ্বর নন যে আমরা তাঁর পূজা করবো; তিনি ছিলেন আমাদের রাজা
অজিত প্রসাদ হেমব্রম
হুদুড় দুর্গা কোনো ঈশ্বর নন যে আমরা তাঁর পূজা করব। তিনি ছিলেন আমাদের রাজা। আমরা পাঁচদিন ধরে তাঁর জন্য শোক পালন করি। আমরা তাকে বলি হোড়। হোড় মানে হলো মানুষ। আদিম মানুষ। তাঁর রাজ্য ছিলো স্বর্গের মতো। যা আমরা এখনো কামনা করি। এমনকি আমাদের মধ্য থেকে কোনো সাঁওতাল যদি কোটিপতিও হয় তাহলে সেও সম্মত হবে যে তাঁর ....

কাপ্তাই বাঁধের কারণে আমাদের পুরো গ্রামটাই পানির নিচে তলিয়ে গিয়েছিলো
মৃত্তিকা চাকমা
তখন আমার ৩-৪ বছর বয়স। অল্প মনে করতে পারি, আমরা নৌকায় করে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। আমার তখনও জানার বয়স হয়নি। আমাদের ঘরবাড়ি ডুবে যাচ্ছিল। ঘরের ইজর (এক ধরনের মাচাং যা আদিবাসীদের ঘরের বাইরে কিন্তু লাগোয়া অবস্থায় থাকে) থেকে হাত দিয়ে পানি ধরা যেত। আমরা সম্ভবত দুইটা নৌকায় করে আমাদের সংসারের যতটুকু সম্ ....