
আলেহান্দ্রো হোদোরৌস্কি
জন্ম ১৭ ফেব্রুয়ারি ১৯২৯ সালে, চিলিতে। তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, সুরকার, কবি, ঔপন্যাসিক, আধ্যাত্মিক গুরু আরো অনেক কিছু । তিনি বিশ্বাস করেন ভালোবাসা ও ম্যাজিকে। তিনি শেষ যে সিনেমা বানিয়েছেন সেটার নাম এন্ডলেস পোয়েট্রি, এটা দ্য ড্যান্স অব রিয়েলিটির সিকোয়েল। এবং বলা যায় আত্মজৈবনিক।